×

জাতীয়

‘ভোরের কাগজ লাইভ’ হবে জীবন্ত মাধ্যম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ পিএম

‘ভোরের কাগজ লাইভ’ হবে জীবন্ত মাধ্যম
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২৮ বছর পথ পেরিয়ে আসা ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ডিজিটাল প্লাটফরম ভোরের কাগজ লাইভ উদ্বোধন করলেন প্রকাশক সাবের হোসেন চৌধুরী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ের সুসজ্জিত নতুন ফ্লোরে এর উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। নতুন পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া লাইভের নানা দিক নিয়ে প্রকাশক ও সম্পাদক আলোচনা করেন। নতুন অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান ও দিকনির্দেশনা দেন। পরে প্রকাশক সাবের হোসেন চৌধুরী বলেন, প্রযুক্তির ছোঁয়ায় ভোরের কাগজ লাইভ উদ্বোধন হলো আজ। প্রতি মুহূর্তেই যে ঘটনাগুলো ঘটবে ভোরের কাগজ লাইভ তা ধারণ করবে। এর ফলে জীবন্ত মাধ্যম হবে এটি। আশা করছি আমাদের প্রতিদিনের জীবনের পালস্ এর সঙ্গে ভোরের কাগজ লাইভের পালস্ও এক থাকবে। যারা এ উদ্যোগের সঙ্গে আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এ উদ্যোগ ভোরের কাগজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষকে আমরা সব কিছু জানাতো পারবো ও একই সঙ্গে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে সে বিষয়েও সচেতন হবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App