×

সাহিত্য

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে ভোরের কাগজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৭ পিএম

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে ভোরের কাগজ

ভোরের কাগজ লাইভ কার্যালয় উদ্বোধন। ছবি: ভোরের কাগজ।

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে ভোরের কাগজ
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পা রাখা ভোরের কাগজের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিকরা। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ পথযাত্রা অব্যাহত থাকার পাশাপাশি সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন হোক- এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন তারা। দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক ভোরের কাগজের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১৫ ফেব্রুয়ারি) পত্রিকাটির প্রধান কার্যালয়ে বিশেষ আয়োজন করা হয়। আগের রাত থেকেই বর্ণিল সাজে সাজানো হয় কার্যালয়। ভোরের কাগজ নাম খচিত নানা রঙের বেলুন ঝুলিয়ে দেয়া হয় প্রবেশপথ থেকে গোটা ভবন। সকাল থেকেই শুভেচ্ছা জানাতে আসতে থাকেন বিশিষ্টজনেরা। এছাড়া বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীরাও আসতে থাকেন একে একে। দিবসের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, কানাডা প্রবাসী কবি ও লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার। এরপর দুপুরে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত। এসময় উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, প্রধান প্রতিবেদক খন্দকার কাওছার হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক আবদুল করিম সোহাগ, বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, সার্কুলেশন ইনচার্জ তসলিম চৌধুরীসহসব পর্যায়ের কর্মীরা। পরে পত্রিকার অনলাইন ‘ভোরের কাগজ লাইভ’ এর নতুন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে প্রকাশক নতুন কার্যালয়ের প্রতিটি সেকশন ঘুরে ঘুরে দেখেন। প্রকাশক সাবের হোসেন চৌধুরী ভোরের কাগজ লাইভের স্টুডিও পরিদর্শন করেন। তাছাড়া নতুন পরিকল্পনায় শুরু হওয়া অনলাইনের নানা দিক নিয়ে কথা বলেন। এসময় বাংলা একাডেমি, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পুলিশ সদর দপ্তর, কৃষি ব্যাংক হামরাই প্রেস হোল্ডিং লিমিটেড, দেশ টিভির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। [caption id="attachment_202352" align="aligncenter" width="1280"] ভোরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রকাশক ও সম্পাদক। ছবি: ভোরের কাগজ।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App