×

খেলা

বিশ্বকাপের অংশীদার শাহীনকে কুড়িগ্রামে সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৫ পিএম

বিশ্বকাপের অংশীদার শাহীনকে কুড়িগ্রামে সংবর্ধনা

শাহীন আলমকে বরণ করে নিল তার গ্রামবাসী। ছবি: ভোরের কাগজ।

কুড়িগ্রামে বীরের বেসে ফিরে এসেছে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহীন আলম। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে এসে কুড়িগ্রামের মাটি স্পর্শ করলে হাজারো ক্রিকেট ভক্ত ও সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা সহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে পর্যায়ক্রমে সম্বর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা শেষে শাহীন স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান। এর পর তাকে নিয়ে সমর্থকরা খোলা গাড়িতে নিয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় রাস্তার পাশে দাড়িয়ে অসংখ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে মটরসাইকেল শোভা যাত্রাসহ তার গ্রামের বাড়ী উলিপুর উপজেলার যমুনা পাইক পাড়ায় নিয়ে যাওয়া হয়। গ্রামের হাজারো মানুষ আবালবৃদ্ধবনিতা সহ তাকে একনজর দেখতে ছুটে আসে তার বাড়িতে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জয়ী শাহীন আলম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের দিনমজুর শাহাদত হোসেনের পূত্র। তিন ভাইবোনের মধ্যে শাহীন আলম ছোট। মা সাতিনা বেগম একজন গৃহিনী। মাত্র দুই শতক জমির উপর তাদের বাড়ি।

শাহীন আলম বলেন, বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমরা বিশ্বকাপ জয় করে বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রীসহ দেশের মানুষ আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছে তা ভোলার নয়। এলাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চাই আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন লাইজু, মানবিক কুড়িগ্রামের সভাপতি ফিরোজ আহমেদ, ক্রীড়া সংগঠক মামুনুর রশিদ, সাংবাদিক ইউসুফ আলমগীরসহ ক্রিড়ামোদীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App