×

সারাদেশ

ঘুরতে গিয়ে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত পাঁচ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৫ পিএম

ঘুরতে গিয়ে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত পাঁচ 

নিহতদের মরদেহ। ছবি: সংগৃহীত।

ঘুরতে গিয়ে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত পাঁচ 

নিহতদের মরদেহ উদ্ধার। ছবি: ভোরের কাগজ।

রাঙ্গামাটির ডিসির বাংলো এলাকায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যটকবাহী নৌকা ডুবিতে পাঁচ জন নিহত হয়েছেন। অন্যদিকে কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় তিন জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

প্র্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকায় একটি বড় বড় বড় বোট ডুবে যায়। এতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

দুর্ঘটনা কবলিত এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ্কেএম মামুনুর রশীদ মামুন বলেন, সকালে বাইরে থেকে আসা একটি পিকনিক বোট ডিসি বাংলোর অদুরে হ্রদের পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুবী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার করেন।

তিনি বলেন, আজ বিকালে জরুরি সভা ডাকা হয়েছে। কাপ্তাই হ্রদে নৌ চলাচলে শৃঙ্খলা আনার চেষ্টা চালানো হবে।

এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি বোট ডুবে গেছে। এতে তিনজন শিশু নিখোঁজ রয়েছে। এদের মধ্যে আহত কয়েকজনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ শিশুরা হলো- বিনয় (৫), টুম্পা মজুমদার (৩) ও দেবলীলা (১০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App