×

সাময়িকী

সমধারা কবিতা উৎসব ২২ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৬ পিএম

সমধারা কবিতা উৎসব ২২ ফেব্রুয়ারি
আগামী ২২ ফেব্রুয়ারি ৬ষ্ঠবারের মতো সমধারা কবিতা উৎসব-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানমন্ডি ছায়ানট সংস্কৃতি ভবনে বিকাল ৪টায় এ উৎসব অনুষ্ঠিত হবে। এবারের কবিতা উৎসবে সারাদেশ থেকে ৩০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক অংশগ্রহণ করবেন। পাশাপাশি কলকাতা থেকেও কবিরা অংশগ্রহণ করছেন। এবার ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২০’ গ্রহণ করবেন কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ। ২০১৯ সালে এই পুরস্কার গ্রহণ করেন কবি মৃণাল বসুচৌধুরী, ২০১৮ সালে কবি মুহম্মদ নুরুল হুদা, ২০১৭ সালে কবি নির্মলেন্দু গুণ, ২০১৬ সালে গ্রহণ করেন কবি হেলাল হাফিজ। উৎসব উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও কবি সরোজ দেব। সমধারার সম্পাদকীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর ২০২১ সালে কথাসাহিত্যে ‘‘সমধারা সাহিত্য পুরস্কার” গ্রহণ করবেন ইমদাদুল হক মিলন ও কবিতায় সরোজ দেব। প্রতি বছর উৎসবে ভিন্নতা থাকে। এবারো ব্যতিক্রম নয়। মুজিববর্ষের ক্ষণগণনা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগী জীবনের উল্লেখযোগ্য অংশ নিয়ে থাকছে সায়িক সিদ্দিকীর রচনা এবং পরিবেশনায় ‘ময়ূখমালীর পালা’। থাকছে আবৃত্তি প্রযোজনা। বাংলা কবিতার রাজকুমারখ্যাত হেলাল হাফিজের ১২টি কবিতা নিয়ে ‘‘যে জলে আগুন জ্বলে’’ নামে একটি প্রযোজনা উপস্থাপন করা হবে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলো নির্বাচন করা হয়েছে। থাকবে প্রেম পর্যায়ের ৬টি রবীন্দ্রসঙ্গীতও। প্রযোজনার মূল আকর্ষণ থাকবে কবি হেলাল হাফিজ। সমধারা শিল্পীদের সাথে তিনিও পারফর্ম করবেন। কথা বলবেন কবিতাগুলোর প্রেক্ষাপট নিয়ে। পদাবলীর যাত্রা-২০২০ শিরোনামে একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। এটি আগত কবিদের কবিতা নিয়ে সংকলন। এছাড়া সমধারার ৭৫তম সংখ্যাও মোড়ন উন্মোচন হবে। ভাষা আন্দোলনে অগ্রভাগে যারা নেতৃত্ব দিয়েছেন এমন ২০ জন ভাষাসৈনিকের সংগ্রামী জীবন নিয়ে সংখ্যাটি প্রকাশিত হচ্ছে। উৎসবের আয়োজক সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন বলেন, সমধারা কবিতা উৎসব তরুণ কবিদের স্বপ্নবুননের আশ্রয়। শুদ্ধতাচর্চায় সমধারা ব্রতী হতে চায়, পরিশীলিত করতে চায় আমাদের কাব্যাঙ্গন। উৎসবে সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নীতুল জান্নাত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App