×

বিনোদন

বন্ধ থাকা প্রেক্ষাগৃহ নিয়ে মুক্তি পেল ‘বীর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫ পিএম

বন্ধ থাকা প্রেক্ষাগৃহ নিয়ে মুক্তি পেল ‘বীর’
ভালোবাসা দিবসে মুক্তি পাবে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বীর’। আর এই সিনেমার মাধ্যমে বন্ধ থাকা ৩০টি সিনেমা হল আবার চালু হলো। ‘বীর’ মুক্তি উপলক্ষে গত বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক শাকিব খান, নির্মাতা কাজী হায়াত, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারীসহ প্রমুখ। সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। ছবিটির জন্য বন্ধ হয়ে যাওয়া হলগুলো নতুন করে চালু হচ্ছে। ওইসব হলসহ ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বীর’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। সিনেমাটির মাধ্যমে অর্ধশত সিনেমার কোটা পূরণ করলেন তিনি। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলী। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App