×

সারাদেশ

পরীক্ষার কেন্দ্র থেকে মোবাইল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০২ পিএম

পরীক্ষার কেন্দ্র থেকে মোবাইল জব্দ

এস এস সি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা অবৈধভাবে মোবাইল নিয়ে প্রবেশ এবং তা ব্যবহার করায় ৩০টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরে এম এস স্কুল এণ্ড কলেজে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঐ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ পরিদর্শনকালে কর্তব্যরত শিক্ষকদের কাছ থেকে মোবাইলগুলো জব্দ করেন।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, মোবাইল জব্দের সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষকদের মোবাইল ফেরত দেয়া হবে কিনা তা কুড়িগ্রাম জেলা প্রশাসন সিদ্ধান্ত দেবেন।

তবে পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রকে উলিপুর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে মোবাইল সেট ফেরত নেয়ার জন্য ঘুরতে দেখা যায়।

কেন্দ্রসচিব অধ্যক্ষ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তখন কলেজের কাজে ব্যস্ত ছিলাম মোবাইলগুলো শিক্ষকের না পরীক্ষার্থীর তা আমি নিশ্চিত না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App