×

সাময়িকী

তোমার নেশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৪ পিএম

তোমার নেশা
সাবেকি মোহরের মতো চাওয়াগুলো পুরাতন হয়, পুরাতন হয় সে অপেক্ষমাণ দুটি চোখ ফেলে দেওয়া পোশাকের মতো। স্মরণের পাঁচিলে বাড়ে দুখের শ্যাওলা, গোপন সিন্দুক হতে মাঝে মাঝে উঁকি দেয় বিবেক, বলে এবার মুক্তি দাও। গুপ্ত হত্যার খামার তোমার হৃদয়ের গোপন কুঠিরে, তবুও মন সেখানেই ছুটে যেতে চাই, পেতে চাই সব যুবকের মতো মরণের সুখ; গোলাপের ঘ্রাণে উঠে ঘৃণার সুবাস, আকণ্ঠ পান করি বিবেক বেচে দেওয়া বদ্ধ মাতালের মতো; জীবন বন্দক রেখে কিনি ঘৃণার মিঠা সুবাস। সার্কাসের ঝুলন্ত দড়ির সিঁড়ি ধরে ঝুলে চলি তোমার হৃদয়ের অপর পাড়, প্রাচীন রক্তে জাগে লাল ফাগুন, বারবার মৃত্যুর অনুরাগ; দুখী পাথরের হাড় খুব বেড়ে উঠে সত্তা জুড়ে মলিন ধূসর হয় ইতিহাসের কঙ্কাল, তবু তোমাকে পাবার, কাছে যাবার নেশা গভীর হয় পুরাতন মদের মতো ধীরে ধীরে অমূল্য হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App