×

জাতীয়

কোটি টাকা হাতিয়ে নেয়া ৮ প্রতারক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫ পিএম

কোটি টাকা হাতিয়ে নেয়া ৮ প্রতারক গ্রেপ্তার
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ৮প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নাসির বিল্লাহ (২৪), জুবায়ের (২৫), মো. জাহিদ (২৩), মো. সেলিম হোসেন (২৮), মো. সেলিম উদ্দিন (২৫), মো. ফিরোজ (৩৯), মো. শাহজাহান (২৫) ও মো. আসাদ সিকদার (৫৫)। র‌্যাবের দাবি আটককৃতরা ভূয়া প্রশ্নপত্র ফাঁসসহ জণসাধারণকে নানা ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেয়া পেশাদার ও সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বৃহস্পতিবার(১৩ ফেব্রুযারি) র‌্যাব-৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-৪ এর একটি দল বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তদারকী করে ভূয়া প্রশ্নপত্র দেয়ার মাধ্যমে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রকে সনাক্ত করতে সক্ষম হন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ভূয়া প্রশ্নপত্র ফাঁসসহ ভূয়া চাকুরী প্রদানকারী প্রতারকচক্রের ৮জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হন। এর মধ্যে ৮-১০ জন প্রতারকচক্রের সদস্য কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে আটককৃতদের কাছ থেকে ভূয়া চাকুরী প্রদানের নানাবিধ নথিপত্র ও সরঞ্জামাদিসহ ভূয়া প্রশ্নপত্র ফাঁসের একাধিক স্ক্রীনশর্ট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও ভূয়া চাকুরী প্রদানের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App