×

আন্তর্জাতিক

করোনায় একদিনেই মারা গেল ২৪৪ জন  

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ এএম

করোনায় একদিনেই মারা গেল ২৪৪ জন  

করোনা ভাইরাসে আক্রান্ত। ছবি: আল জাজিরা।

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে বুধবার (১২ ফেব্রুয়ারি) একদিনেই মারা গেল আরো ২৪৪ জন। এর মধ্যে ভাইরাসটির উৎপত্তি স্থল হুবেই প্রদেশেই ২৪২ জনের মৃত্যু হয়েছে। ফলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫৭ জনে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

একদিনের ব্যবধানে মারা যাওয়ার সংখ্যা এবারই রেকর্ড সর্বোচ্চ। হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ জনে। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা অন্তত ১৩৫৫ জন। হংকং ও ফিলিপাইনে দু'জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এই মৃতের সংখ্যা ছিল এক হাজার একশত ১৩ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৬১ হাজার মানুষ।

এদিকে করোনাভাইরাসের দাপ্তরিক নাম কোভিড-১৯ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনা, ভাইরাস, ডিসিস এবং ২০১৯ সাল থেকে অক্ষর ও সংখ্যা যোগ করে কোভিড-১৯ নামকরণ করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, করোনাভাইরাস আরো এক মাস ভোগান্তির কারণ হতে পারে। তবে অনেকটাই ইতিবাচক ফল আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App