আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সুমন জানান, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়ায় ট্রাইব্যুনালে আগের মতো সময় দিতে পারছি না। তাই এভাবে কাজ না করেই সরকার থেকে বেতন নেয়া অনৈতিক মনে হওয়ায় আমি নিজ ইচ্ছাতেই পদত্যাগ করেছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।