×

খেলা

লড়ে যাও গড়ে যাও লেখ নতুন ইতিহাস...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৯ পিএম

লড়ে যাও, গড়ে যাও, লেখো নতুন ইতিহাস, সাথে আছি, সাথে রবো- দিলাম এই আশ্বাস। বীরের বেশে দেশে ফেরা বিশ্বকাপ জয়ী যুবাদের সংবর্ধনার বাণী এছাড়া আর কী হতে পারে? কত যুগের অপেক্ষার অবসান হলে এমন আবেগ ছড়ানো যায়? এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে বিমানবন্দরে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ঠিক ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের বিমান বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে যখন রানওয়ে ছুঁয়ে দেয় তখনই আবেগের বাঁধ ভেঙে যায়। ‘ওয়াটার স্যালুট’ দিয়েই আবেগের প্রকাশ। এরপর আবেগ ঢেলে উষ্ণ সংবর্ধনার পালা। [caption id="attachment_201912" align="aligncenter" width="700"] সংবর্ধনা জানাতে বিমানবন্দরে বিসিবি সভাপতি। ছবি: ভোরের কাগজ।[/caption] ফুল হাতে বীরদের শুভেচ্ছা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান। মিষ্টিমুখ করাতেও ছাড়লেন না। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় টানা ভ্রমণের ক্লান্তি তখন উবে গেছে ক্ষুদে টাইগারদের। যদিও বাঙালি-অবাঙালি বিমান সহযাত্রীরাও তাদের আবেগে ভরিয়ে রেখেছিলেন পুরোটা পথ। এ যেন বিশাল ভালোবাসার ঢেউ। ক্রুদের কাছ থেকেও মিলেছে সম্মান, শুভেচ্ছা। সব আবেগ সেই ট্রফিকে ঘিরেই। যা প্রথমবারের মতো ঘরে আনলো আকবর বাহিনী। তবে সব ছাপিয়ে ভালোবাসার আবেগই যেন ভুলিয়ে দিল সবকিছু। ১৯৯৯ সালে বাংলাদেশ দল যখন প্রথম বিশ্বকাপে অংশ নেয় তখন সবার কণ্ঠে বেজেছিল ‘গুডলাক বাংলাদেশ, গুডলাক’। ইংল্যান্ড বিশ্বকাপের আগের আসরে থিম সং ছিল ‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে।’ আর গেল আসরে বাংলাদেশের থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার।’ সেসব থিম সং এর প্রতিধ্বনি যেন ছুঁয়ে গেল টাইগার যুবাদের বরণকালে- উল্লাস, উচ্ছ্বাস, কত কত গর্জন আমাদের এনে দিলো তোমাদের অর্জন! তোমাদের চোখ দিয়ে স্বপ্ন দেখে দেশ, সাথে আছে প্রতিক্ষণে জেনে রেখো বাংলাদেশ। করবে লড়াই সবটা দিয়ে জানি তোমরা ছাড়বে না হাল নতুন এক ভোর ঠিকই এনে দেবে আগামীকাল। খেলবে টাইগার, জিতবে টাইগার; আমরা করবো চিয়ার, টাইগার ফ্যান্স রোরিং, ক্যান ইউ হিয়ার! [caption id="attachment_201895" align="aligncenter" width="700"] মিরপুরে ভক্ত-অনুরাগীদের আনন্দ-উল্লাস।[/caption]   তোমরাই শক্তি, আমাদের অহংকার তোমরাই বাংলাদেশ-দুর্জয়-দুর্বার! বিজয় নিশান উড়িয়ে আবার বীরের মতো আসবে ফিরে, এই প্রার্থনা ঘরে-ঘরে! বুকের ভেতর আছে বিশ্বাস, খেলবে টাইগার জিতবে টাইগার। খেলবে টাইগার, জিতবে টাইগার; আমরা করবো চিয়ার, টাইগার ফ্যান্স, রোরিং ক্যান ইউ হিয়ার!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App