×

অর্থনীতি

রাজউকের নকশা বাতিল করতেই ভাঙচুর চালায় ল্যাবএইড

Icon

nakib

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৬ পিএম

রাজউকের নকশা বাতিল করতেই ভাঙচুর চালায় ল্যাবএইড

কনকর্ড আর্কেডিয়া শপিংমল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

রাজউকের নকশা বাতিল করতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ কনকর্ড আর্কেডিয়া শপিংমলে নেক্কারজনক হামলা, ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করা করা হয়েছে। আজ বুধবার সকালে ধানমন্ডির ৪ নম্বর রোডে কনকর্ড আর্কেডিয়া শপিং মলে মল ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এসোসিয়েশনের সভাপতি সানাউল হক নীরু। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম সাইদুর রহমান, সেক্রেটারী মোতাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারী লোকমান, কোষাধাক্ষ ওয়াহিদুর রহমান প্রমুখ। সানাউল হক নীরু বলেন, গত ২১ জানুয়ারী সকালে ল্যাবএইড হাসপাতালের এমডি ডা. এমএ শামীমের মদদে বিপুল পরিমান লোকজন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শপিং মলে হামলা চালানো হয়। তারা মলের পশ্চিম দিকের মেইন গেটের গ্লাস ডোরসহ গেটের উপর গ্লাস ভাংচুর করে। এছাড়াও মলে থাকা ব্যাংকের এটিএম বুথ, নিফট ও নিচ তলার ১০১ নম্বর দোকানে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের হামলায় মলের সিকিউরিটি গার্ডসহ ১০/১২ জন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালেও সংখ্যায় কম থাকায় তাদের সাথে পেরে ওঠেনি। দ্বিতীয় দফায় আরো অধিক পুলিশ ফোর্স মজুত করা হয়। বিকেলে পুনরায় আরো লোকবলে সজ্জিত হয়ে হামলা চালায় তারা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলে করে। পুলিশ তাদের ধাওয়া করে একজন চিকিৎসকসহ ৭ জনকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা শপিং মলের শাটার বন্ধ করে ভেতরে মিটিং করা অবস্থায় আমাকেসহ ৫জনকেও আটক করে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে আমরা জামিনে বেরিয়ে আসি। নীরু আরো বলেন, রাজউকের নকশা অনুযায়ী ২০০২ সালের ১ নভেম্বর শপিং মলটি উদ্বোধন করা হয়। ওই নকশার উপর ভিত্তি করেই এখানে ব্যবসায়ীরা তাদের দোকানসহ বিভিন্ন পজিশন ক্রয় করেন। কিন্তু ২০০৫ হঠাৎ করে জানা যায়, কনকর্ড কর্তৃপক্ষ মার্কেটের তৃতীয় তলার ৩০১-০৫১ চতুর্থ তলার ৪০১ থেকে ৪৫১ এবং প ম তলার ৭০০০ বর্গফুট ল্যাবএইড হাসপাতালের কাছে বিক্রি করে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ওই দোকান গুলো ভেঙ্গে হাসপাতাল নির্মান করেন। হাসপাতালের মধ্যে কোন ক্রেতা শপিং করতে না আশায় চরম ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা। পরে আদালত দোকান ভেঙ্গে হাসপাতাল নির্মানে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তারপরও ল্যাবএইড কর্তৃপক্ষ একটি নানা অজুহাতে মার্কেটটি ভেঙ্গে রাজউকের নকশা পরিবর্তন করে ব্যবসায়ীদের বথা বসানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই বিষয়টি তদন্ত করে সঠিক বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা করছে শপিং মলের ব্যবসায়ী ও শ্রমিকরা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App