×

আন্তর্জাতিক

এবার করোনায় আরো এক বাংলাদেশি আক্রান্ত 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ এএম

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আরো এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১১ ফেব্রেুয়ারি) জানিয়েছে। ফলে করোনাভাইরাসে সিঙ্গাপুরে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই জনে এবং এই দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ৪৭ জন।

নতুন আক্রান্ত ৩৯ বছর বয়সী বাংলাদেশি সিঙ্গাপুরের সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি এলাকায় কাজ করতেন। তিনি সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত শনিবার একই স্থানে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) ৩৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১১২ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ হাজার। চীন ছা্ড়াও এই ভাইরাস বিশ্বের ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। এসব দেশে গুলোতে ৩৯৫ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের করোনাভাইরাসের দাপ্তরিক নাম কোভিড-১৯ (Covid-19) ঘোষণা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App