×

আন্তর্জাতিক

মোদিকে ব্যালটে প্রত্যাখ্যান দিল্লির জনতার

Icon

nakib

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩ পিএম

মোদিকে ব্যালটে প্রত্যাখ্যান দিল্লির জনতার

আদ আদমি পার্টির অরভিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী দিল্লিতে তৃতীয়বারের মতো ক্ষমতা নিতে যাচ্ছে আদ আদমি পার্টির অরভিন্দ কেজরিওয়াল। রাজ্যটির ৭০টি আসনের ৫৪টি আসনে বিজয়ী হয়েছে দলটি এবং আরো ৮টি আসনে এগিয়ে ছিল রিপোর্টটি রিখার সময়। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি মাত্র ৭টি আসনে জয় পেয়েছিল এবং আরো ১টি আসনে এগিয়ে ছিল। তবে বিরোধীদল কংগ্রেস শেষ পর্যন্ত কোন আসন পাবে না বলেই ধারণা করা হচ্ছিলো। নির্বাচনের আগে মাসব্যাপি প্রচারণার সময় কেজরিওয়াল তার সময়ের উন্নয়নের অর্জনগুলো বিষয়গুলো তুলে ধরেছিলেন। বিনামূল্যে ক্লিনিকের চিকিৎসাসেবা, দিল্লি সরকারের পরিচালিত স্কুল, নারীদের জন্য ফ্রি পাবলিক বাসে চড়ার সুবিধা এবং পানি ও বিদ্যুৎবিল হ্রাসের বিষয়গুলো তুরে ধরা হয়। আন্নাহাজারীর দূর্নীতিবিরোধী আন্দোলন থেকে দলটি গঠিত হয়েছিল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে প্রচারণার সময় বিভেদ সৃষ্টিকার ও নিস্তেজ প্রচারণা চালানো হয়। যাতে জুড়ালোভাবে ভোটারদের বলার চেষ্টা করা হয় যে কিছু দলের লোকেরা ভারতের স্বার্থবিরোধী আন্দোলন করে দিল্লির রাজপথ উত্তপ্ত করতেছে। বিজেপি বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে বেশি কথা বলার চেষ্টা করে। তবে দলটির প্রচেষ্টায় ২০১৫ সালের তুলনায় কিছু আসনে লড়াই জমলেও খুব বেশি জুড়ালো হয়নি। বিরোধীদর কংগ্রেস পার্টি ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর রাজ্যটির দায়িত্বে থাকলেও এই নির্বাচনে তারা অনেকটা অ-প্রসঙ্গিক হয়ে যায়। দলটির নেতা রাহুল গান্ধি ও প্রিয়াস্কা রাজ্যটিতে বেশ কয়েকটি মহাসমাবেশ ও র‌্যারিও আয়োজন করলেও কোন আসন না পেয়ে শূন্য হাতে ফিরতে হয় তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App