×

পুরনো খবর

বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২২ পিএম

বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম সভা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ গ্রুপ কাজ করবে। একাদশ জাতীয় সংসদের সংসদ-সদস্যরা এ গ্রুপের সদস্য।

মৈত্রী গ্রুপের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ. স. ম ফিরোজের সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য মোঃ মোতাহার হোসেন, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, ফখরুল ইমাম, সেলিমা আহমাদ এবং কাজী কানিজ সুলতানা।

বাংলাদেশ জাতীয় সংসদ ও তুরস্কের জাতীয় সংসদ এর সংসদ-সদস্যদের মধ্যে পরস্পারিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢকরণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App