×

জাতীয়

বঙ্গবন্ধুর হত্যায় জড়িতদের খুঁজে বের করার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩০ পিএম

বঙ্গবন্ধুর হত্যায় জড়িতদের খুঁজে বের করার আহ্বান
বঙ্গবন্ধুর খুনীদের অনেক কষ্ট করে বিচার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এ খুনের সঙ্গে অনেকেই জড়িত ছিল মন্তব্য করে বঙ্গবন্ধু খুনের সঙ্গে কারা কারা জড়িত তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের আহ্বাণ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে এমন দাবি জানান তিনি। তিনি বলেন, স্বাধীনতার পরে যারা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছে হয় তাদের হত্যা করা হয়েছে না হয় নির্যাতন করা হতো। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে খুনীরা। কিন্তু আহম্মকরা জানতো না জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুর ক্ষমতা অনেক বেশী। শেখ সেলিম বিভিন্ন লেখকের বঙ্গবন্ধু হত্যার ওপর লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধ বিধ্বস্থ দেশকে বির্নিমান করার চেষ্টা করছে তখন অতি উচ্চবিলাসী ও অতি বিপ্লবী সেনা কর্মকর্তা যারা একদিন বঙ্গবন্ধুর সাহায্য পেয়েছে তারা বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করেছে। কর্নেল তাহেরের নেতৃত্বে একটি গণবাহিনী তখন বঙ্গবন্ধুকে ক্ষমতাথেকে সরিয়ে দেবার চেষ্টায় লিপ্ত হয়। তারা ৮জন এমপিকে খুন করে, ব্যাংক লুটও করে। শেখ সেলিম বলেন, বিভিন্ন লেখকের বই থেকে জানা যায় বঙ্গবন্ধুর খুনের সঙ্গে তখনকার সেনা বাহিনীর প্রায় সব সিনিয়র অফিসাররা জড়িত ছিল। সেদিন বঙ্গবন্ধুর খুনের পরে কেউ ৩২ নম্বরে গিয়ে তার লাশও দেখে আসেনি। তিনি বলেন, তখন দেশে প্রায় ১ লাখ সেনা ও অফিসার ছিল, তাহলে কিভাবে মাত্র কয়েকজন জুনিয়ার অফিসার ও মাত্র দেড়-২০০ জন সেনা নিয়ে তাকে হত্যা করলো। তখনকার সেনা প্রধান শফিউল্লার ভ’মিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসময় জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল তার বেশ কিছু প্রমানও দেন শেখ সেলিম। তিনি বলেন, এখন পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানবতা গণতন্ত্র শেখান। তারাই তো বঙ্গবন্ধু খুনী নূর ও রাশেদকে আশ্রয় দিয়েছে। আবার লণ্ডনে বসে সাজা প্রাপ্ত জিয়ার পুত্র তারেক জিয়াও ষড়যন্ত্র করছে। তাকে ফিরিয়ে দিচ্ছে না কেন তারা। এই পশ্চিমা অনেকেই বঙ্গবন্ধু খুনের পরে অসাংবিধানিক সরকারকে স্বীকৃতি দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App