×

সারাদেশ

ধোবাউড়ায় প্রতিকার চেয়ে হুমকির মুখে সাংবাদিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম

ধোবাউড়ায় প্রতিকার চেয়ে হুমকির মুখে সাংবাদিক
ময়মনসিংহের ধোবাউড়ায় ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সাংবাদিকের সাথে অশোভন আচরণ ও মিথ্যা মামলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। ভূমি অফিসের কর্মচারী হাসমত উল্লাহ (সুমন) নামজারী ও খারিজের জন্য সেবাপ্রার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে জানা যায়। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা ভূমি অফিসে কর্মরত নাজির হাসমত উল্লাহ (সুমন) দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুলতান মামুন রতনকে মানহানি মামলার এ হুমকি প্রদান করে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টায় সাংবাদিক সুলতান মামুন রতন সাংবাদিক কবির উদ্দিনকে সাথে নিয়ে তার ভাগ্নে আসাদুল ইসলামের নামজারীর বিষয়ে সার্ভেয়ার সর্দার জাহাঙ্গীর আলমের কাছে ফাইলটি সম্পর্কে জানতে চাইলে তিনি নাজিরের কাছে খোঁজ নিতে বলেন। সাংবাদিক সুলতান মামুন নাজিরের কাছে তার দপ্তরের অধীনস্থ কর্মচারী বাকীবিল্লার মাধ্যমে ঘুষ দাবির বিষয়টি জানতে চাইলে নাজির হাসমতউল্লাহ উত্তেজিত হয়ে টেবিল চাপড়িয়ে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। একপর্যায়ে, নাজির উত্তেজিত হয়ে সাংবাদিক সুলতান মামুনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেয়। পরে বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালালের কাছে গেলে প্রথমে তিনি নামজারী আবেদনের নম্বর জানতে চান। নম্বর দেওয়ার পরে এক পর্যায়ে তিনিও রাগান্বিত হয়ে সাংবাদিককে একটি সাদা কাগজ নিজ হাতে ভাঁজ করে অভিযোগ লিখে তা মঙ্গলবার ১১টার মধ্যে প্রমান করতে বলেন এবং তার ভাগ্নে আসাদুলের খারিজের ফাইল টেবিলের ড্রয়ারে রেখে দেন এবং প্রমাণ না করতে পারলে নামজারী হবে না বলে সাফ জানিয়ে দেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালালের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার সাথে যে যেমন ব্যবহার করে, আমিও তার সাথে তেমন ব্যবহার করি”। ইতোমধ্যে ভুট্টা গ্রামের সাবেক ইউপি সদস্য হালিম উদ্দিনের কাছ থেকে নাজির হাসমতউল্লাহ উৎকোচ নিয়েও কাজ করে দেয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাজির হাসমত উল্লাহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। অপরদিকে একটি মহল সোমবার রাতে ধোবাউড়া সংবাদ নামে একটি ফেক আইডি থেকে সাংবাদিক সুলতান মামুনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রভাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ধোবাউড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে কাবেরী জালাল ও হাসমতউল্লাহর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App