×

জাতীয়

তিন বছরের মধ্যে আমরা পেয়াজ রপ্তানীতে সমর্থ হবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৫ পিএম

তিন বছরের মধ্যে আমরা পেয়াজ রপ্তানীতে সমর্থ হবো
বাণিজ্যমন্ত্রী টিপু মুনসী বলেছেন, আমাদের চাহিদা মেটাতে পেয়াজ আমদানী করতে হয়। তাই আমরা নিজেদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পণা করেছি। আমার পাশে কৃষিমন্ত্রী আছেন, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে, এ বছর ১৫-২০ শতাংশ পেয়াজ বেশী উদপাদন হবে। আর আগামী ৩ বছরের মধ্যে আমরা পেয়াজ রপ্তানীতে সমর্থ হবো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ওপর ভাষনে তিনি এসব কথা বলেন। এসময় পেঁয়াজ সংকটের কারণ ব্যাখা করতে গিয়ে বলেন, বছরে আমাদের ২৫-২৬ লাখ টন পেয়াজ প্রয়োজন। এর মধ্যে ৮-৯ লাখ টন পেয়াজ আমরা আমদানী করি। যার মধ্যে ৯০ শতাংশই ভারত থেকে আসে। কিন্তু গত বছরের ২৯ সেপ্টেম্বর হঠাৎ ভারত সরকার পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয়। তাদের দেশে পেয়াজের দাম ১ দেঢ়শ টাকা হয়ে যায়। তার পরে আমরা মিয়ানমার থেকে চাহিদার ১৫ শতাংশ এবং বাকি পেয়াজ তার্কি, ইজিপ্ট থেকে আমদানী করতে থাকি। কিন্তু তা আসতেও তো প্রায় ৫০ দিন লেগে যায়। প্রতিদিন দেশের চাহিদা ৬ হাজার টন হলেও বাজারে আমদানী ছিল দেড় হাজার টন মাত্র । যার জন্য পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে থাকে না। তবে আমরা নিজেরা উৎপাদন করছি, এ বছর ১৫-৩০ শতাংশ পেঁয়াজ বেশী উৎপাদন হবে বলে জানান তিনি। আগামী তিন বছরের মধ্যে পেয়াজ রপ্তানীতে সমর্থ হবো বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App