×

আন্তর্জাতিক

৯২ বছরের ইতিহাস ভেঙে অস্কার জিতলো ‘প্যারাসাইট’

Icon

nakib

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১০ পিএম

৯২ বছরের ইতিহাস ভেঙে অস্কার জিতলো ‘প্যারাসাইট’
৯২ বছরের ইতিহাস ভেঙে অস্কার জিতলো ‘প্যারাসাইট’

সেরা চলচিত্র হিসেবে ‘প্যারাসাইট’ ছবির পুরস্কার ঘোষণার দৃশ্য

বিশ্বজুড়ে চলচিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার অস্কারের ৯২ বছরের রেকর্ড ভেঙে এই প্রথম ইংরেজি ব্যতিত ভিন্ন কোন ভাষার চলচিত্র এ পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করলো। রবিবার দক্ষিণ কোরিয়ার পরিচালক বংজো হো নির্মিত ‘প্যারাসাইট’ চলচিত্রটি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রদানকৃত সেরা চলচিত্র হিসেবে পুরস্কৃত হয়। হলিউডের অন্যান্য চলচিত্রকে পিছনে ফেলে এশিয়ার কোন চলচিত্রের বিশ্বসেরার স্বীকৃতির বিষয়টি অস্কারের ইতিহাসে নতুন এক মাইলফলক বলে বলছেন বিশ্লেষকরা। [caption id="attachment_201452" align="aligncenter" width="700"] প্যারাসাইট ছবির একটি দৃশ্য[/caption] অস্কার পুরস্কারের ২৪টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগে পুরস্কার পায় কোরিয়ান ডার্ক থ্রিলার কমিডি ধাচের এ ছবিটি। আপাদমস্তক একটি রাজনৈতিক ভাষ্য দেখানো হয়েছে বং-এর ছবিতে। গরিব মানুষের সঙ্গে বড়লোকদের সম্পর্ক আশ্চর্য দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে প্যারাসাইটে। অন্যদিকে অভিনেতা জোয়াকিম ফোনিক্স ‘জোকার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। আর ‘জুডি’-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দখলে নেন রেনে জেরওয়েজার। ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো অস্কার পান ব্রেড পিট। আর ‘ম্যারিজ স্টোরি’ ছবিতে নিষ্ঠুর এক আইনজীবি হিসেবে পার্শ্ব চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান লরা ডার্ন। প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচারের ছবি ‘১৯১৭’ সর্বোচ্চ ১০টি বিভাগের জন্য মনোনীত হলেও মাত্র ৩টি পুরস্কার পায়। তবে সবগুলো পুরস্কারই কারিগরি বিভাগের সাথে সম্পৃক্ত। সিনেমোটগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্ট ও শব্দ মিশ্রন বিভাগে তারা সেরার খেতাব পায়। তবে আলোচনায় ছিল নেটফিক্স। ১০টি বিভাগে মনোনয়ন পেলেও শূন্য হাতে ফিরতে হয় ‘দ্যা আইরিশম্যান’ ছবিটিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবাম ও মিশেল ওবামার নতুর প্রডাকশন কোম্পানির ডকুমেন্টারি ‘ আমেরিকান ফ্যাক্টরি’ সেরা ডকুমেন্টারির পুরস্কার জিতে নেয়। উল্লেখ্য, এবারের আয়োজনে মিউজিক পার্ফমেন্সে চমক দেখায় রেপার ইমিনেনের ২০০৩ সালের অস্কারজয়ী গান “লোস ইউরসেল্ফ”।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App