×

সারাদেশ

স্কুলছাত্রীকে কামড়ে রক্তাক্ত করলো প্রতিপক্ষ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম

স্কুলছাত্রীকে কামড়ে রক্তাক্ত করলো প্রতিপক্ষ!

হামলায় আহত ছাত্রী। ছবি: প্রতিনিধি।

স্কুলছাত্রীকে কামড়ে রক্তাক্ত করলো প্রতিপক্ষ!

মেয়েকে জড়িয়ে ধরে বাবার কান্না। ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় বাড়িতে ঢোকার রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নির্মম নির্যাতন করা হয়েছে। শরীরের স্পর্শকাতর স্থানে কামড়ে রক্তাক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ভেঙে দেয়া হয়েছে হাতের আঙ্গুল। গুরুতর অবস্থায় ছাত্রীটি গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গত ৮ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার কুপতলার সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে সাগরপাড় এলাকার হারুন-অর রশিদ ও তার লোকজনের সঙ্গে একই এলাকার আবুল হোসেন ও তার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে হারুন-অর রশিদ থানায় অভিযোগ দিলে থানা থেকে এএসআই রায়হান বিরোধ মিমাংসার জন্য আবুল হোসেনকে থানায় একাধিকবার ডেকে পাঠান। কিন্তু আবুল হোসেন থানায় যাননি। [caption id="attachment_201507" align="aligncenter" width="700"] মেয়েকে জড়িয়ে ধরে বাবার কান্না। ছবি: প্রতিনিধি।[/caption] এ ঘটনায় প্রতিবেশী আবু সাইদ ও তার ছেলে সুমন মিয়া হারুন-অর রশিদের পক্ষ নেয়ায় আবুল হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হন। এরই জের ধরে গত ৮ ফেব্রুয়ারি দুপুরে আবু আবুল হোসেন, তার ছেলে রেজাউল করিম, মশিউর রহমান, রওশন মিয়াসহ ১০/১২ জন আবু সাইদ ও তার ছেলে সুমন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আবু সাইদের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ওপর নির্যাতন চালায়। হামলাকারীরা ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে কামড়ে গুরুতর আহত করে। তারা ছাত্রীর হাতের আঙ্গুল ভেঙে দেয়। পরে স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, পারিবারিক রাস্তা নিয়ে হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। তবে ওই ছাত্রীর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App