×

জাতীয়

রোহিঙ্গা সমস্যা ঝুঁকি তৈরি করছে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

nakib

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৭ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্য হতে জোর করে বিতাড়িত হয়ে আসা ১১ লাখেরও বেশী রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের জন্য আর্থ-সামাজিক ও পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। রোহিঙ্গা সমস্যার আশু ও স্থায়ী সমাধানে বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক কুটনৈতিক প্রচেষ্টায় সচেষ্ট হয়েছে। তা সত্ত্বেও এ সমস্যা আজও অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। মোমেন বলেন, রোহিঙ্গাদের তাদের নিজের দেশে ফেরৎ নেবার ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কুটনৈতিক তৎপরতা অব্যাহ রয়েছে। গত ২০১৭ সালের ২৩ নভেম্বর দু দেশের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরবর্তিতে যৌথ ওয়ার্কিং গ্রুপও তৈরি করা হয়। এর পরে ২০১৮ সালে দু দেশের মধ্যে একটি ফিজিক্যাল এগ্রিমেন্ট হয়। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসি আর এর সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে। মন্ত্রী বলেন, মিয়ানমারের অনুরোধে ও দ্বিপাক্ষিত চুক্তির আলোকে ২ বার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু মিয়ানমারে সহায়ক পরিবেশ সৃষ্টি না হওয়ায় রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমার ফেরৎ যেতে রাজী হয়নি, ফলে প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App