×

মুক্তচিন্তা

অভিনন্দন ও শুভকামনা বাংলাদেশ যুব ক্রিকেট দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পিএম

অভিনন্দন ও শুভকামনা বাংলাদেশ যুব ক্রিকেট দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আইসিসি ইভেন্টের শিরোপা এলো। এ টুর্নামেন্টের সপ্তম দেশ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন যুব ক্রিকেটাররা। চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সাফল্য এনেছেন তারা। যুব ক্রিকেটারদের ঐতিহাসিক এ সাফল্যগাথা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জয়ের আনন্দে ভাসছে দেশবাসী। দেশের সোনার ছেলেদের নিপুণ ক্রিকেটশৈলীতে আমরাও উল্লসিত। বাংলাদেশ যুব ক্রিকেট দলকে আমাদের প্রাণঢালা অভিনন্দন। টস জিতে সতীর্থ বোলারদের ওপর পরম আস্থায় প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আকবর আলী। আস্থার প্রতিদানও দিলেন বাংলাদেশের বোলাররা। ভারতীয় ব্যাটিং মানেই প্রতিপক্ষ বোলারদের জন্য কঠিন এক পরীক্ষা। সেখানে উল্টো ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেললেন বাংলাদেশের বোলাররা। পুরো ৫০ ওভার ব্যাটই করতে পারল না ভারত। ১৬ বল বাকি থাকতেই অলআউট মাত্র ১৭৭ রানে। ম্যাচের শেষটা ছিল চরম নাটকীয়। ১৫ রান বাকি থাকতে বৃষ্টি নামে। তখন টাইগারদের হাতে ছিল ৩ উইকেট। বল বাকি ছিল ৫৪টি। বৃষ্টি থামলে ডার্কওয়াথ/লুইস পদ্ধতিতে বাংলাদেশের টার্গেটটা আরো সহজ হয়ে যায়। জয়ের জন্য ৩০ বলে দরকার মাত্র ৭ রান। ২৩ বল হাতে রেখেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। টুর্নামেন্টে বেশ দাপটেই খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে টাইগার যুবারা। আগের ১২ আসরের মধ্যে ভারত সর্বোচ্চ ৪ বার, অস্ট্রেলিয়া ৩ বার, পাকিস্তান ২ এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের যুবারা একবার করে বিশ্বকাপের শিরোপা জিতেছে। অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের ১৩তম আসরের শিরোপা জয়ের মধ্য দিয়ে আইসিসির কোনো বৈশি^ক আসরে বাংলাদেশের এটাই বড় সাফল্য। ১৯৯৭ আইসিসি ট্রফি বাদ দিলে ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা। যুবাদের এ সাফল্য ভবিষ্যতে হয়তো বড়দের বিশ্বকাপ জয়ের প্রেরণা হবে। বিশ্বকাপ জয়ের স্বপ্নে শুরুতেই পাল তুলে দিয়েছিলেন বোলাররা। সঙ্গে দাপুটে ফিল্ডিংয়ে কখনই মাথা উঁচু করতে পারেনি ভারত। স্বীকার করতেই হবে, এই জয়ে যুব ক্রিকেটারদের জ্ঞান-ধ্যান, সাহস, টেকনিক, আত্মবিশ্বাস ও দায়-দায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রিকেটারদের দিয়ে যে বিশ্ব দরবার শাসন করতে প্রস্তুত হচ্ছে, তাও বুঝিয়ে দিচ্ছে। টাইগাররা যখন ব্যাট-বল হাতে মাঠে নামে, তখন বাংলাদেশের মানুষ যে যেখানে থাকে চোখ-কান খোলা রাখে। আর প্রতিটি বাঙালির মনেই থাকে উত্তেজনা ও শিহরণ। তবে এই জয়ের আনন্দে আত্মহারা হলে চলবে না, আত্মবিশ্বাসী হতে হবে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগানোর দৃঢ় সংকল্প নিতে হবে। জয়ের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ও শুভকামনা রইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App