×

মুক্তচিন্তা

রাজস্ব আয় বাড়াতেই হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ পিএম

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের গতি ছিল মন্থর। এমতাবস্থায় চলতি অর্থবছরের বিপর্যয় নেমে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়ায় রাজস্ব ঘাটতি আরো বাড়বে বলে আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অর্থনীতির আকার-আয়তন, বাণিজ্যসহ অন্যান্য তথ্য-উপাত্ত আমলে নিলে নির্দিষ্ট রাজস্ব আহরণ কঠিন কিছু নয়। পরিকল্পিত উদ্যোগ নিলে এটা সম্ভব। জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৬৮ কোটি ৯৮ লাখ টাকা। আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৬১ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ ৬ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৭ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কাস্টমসে আদায় হয়েছে ৩১ হাজার ৪২৩ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া রাজস্ব আদায়ের প্রধান খাত ভ্যাট আদায় হয়েছে ৪১ হাজার ৯০ কোটি ২২ লাখ টাকা। আয়কর এবং ভ্রমণ কর ৩২ হাজার ৬৪৬ কোটি টাকা। অর্থাৎ ২৩ দশমিক শূন্য ৫ শতাংশ আদায় করতে পারেনি এনবিআর। সে হিসাবে চলতি অর্থবছরের ৬ মাস শেষে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। উল্লেখ্য, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায়ের প্রধান খাত হিসেবে বিবেচনা করা হয় ভ্যাটকে। এই খাতে সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৬৭১ কোটি ৮৫ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরের বিবেচনায় আয়করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি ১৬ লাখ টাকা ও শুল্ক খাতে ৯২ হাজার ৩৪০ কোটি টাকা। সরকারের লক্ষ্য ছিল ভ্যাট আইন বাস্তবায়ন হলে আয় বাড়বে। কিন্তু ভ্যাট আইন বাস্তবায়ন হলেও লক্ষ্যমাত্রা উন্নতি নেই। এতে ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তা আদায় কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এনবিআরের জন্য। এমনি পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড করের আওতা বাড়ানোসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এসব পরিকল্পনা খুবই শ্লথ গতির। ২০২১ সালে আমাদের লক্ষ্য মধ্যম আয়ের দেশের সারিতে পৌঁছানো। এ জন্য অপরিহার্য শর্ত জিডিপি প্রবৃদ্ধির হার ৭ থেকে ৮ শতাংশ নিশ্চিত করা। বিনিয়োগ বাড়াতে পারলেই কেবল এ লক্ষ্য অর্জন সম্ভব। রাজস্ব আয় বাড়ানো এর শর্ত। এ ক্ষেত্রে সর্বাগ্রে দরকার করবান্ধব পরিবেশ সৃষ্টি। সেখানে রাজস্ব প্রদানে সেবা নিশ্চিত, অনুক‚ল রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-কানুন সময়োপযোগী করা গুরুত্ব পাবে। পরিকল্পনাজনিত সমস্যা তো রয়েছেই, সঙ্গে রয়েছে প্রাতিষ্ঠানিক নানা জটিলতা। আছে দুর্নীতির অভিযোগও। এসব বিষয়ে সরকারকে আরো জোরালো ভ‚মিকা নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App