×

সারাদেশ

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৩ পিএম

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন ঔষধ দোকান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২ ঘটিকায় উপজেলার ভাদুরিয়া বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন । অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে তিন দোকান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ দোকান মালিক যথাক্রমে মামুনুর রশিদ,আবু তাহের ও মোক্তার হোসেনের প্রত্যেকের নিকট থেকে ২০ হাজার ও আক্তার হোসেনের নিকট থেকে ২ হাজার টাকা করে মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঔষধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App