×

খেলা

টাইগারদের বোলিং চাপে ভারতের উইকেট পতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৬ পিএম

টাইগারদের বোলিং চাপে ভারতের উইকেট পতন

ভারত-বাংলাদেশ।

টাইগারদের বোলিং চাপে ভারতের উইকেট পতন

আউট করার পর মাহমুদুল হাসান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করছে লাল-সবুজের টাইগাররা। যুব বিশ্বকাপের ফাইনাল এবারই প্রথম খেলছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশের ‍যুবা অধিনায়ক আকবর আলি।

ভারতের যুবারা প্রথমে ব্যাটিংএ নামলে শুরু থেকেই তাদের বোলিং এর দাপটে কোণ ঠাসা করে রাখে টাইগাররা। ফলে মাহমুদুল হাসানের বলে আউট হয়ে দুই রানেই সাজ ঘরে ফিরে যান ওপেনার ব্যাটসম্যান অভিষেক দাস।

শেষ খবর পর্যন্ত ভারতের যুবাদের সংগ্রহ ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান।

ম্যাচটি দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমের সেনউইস পার্ক স্টেডিয়ামে শুরু হয়। পচেফস্ট্রুমে ফাইনাল ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা নামবে।

এরই মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ভারত যুব দল। তারা পাকিস্তানকে সেমিফাইনালে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। সবচেয়ে বেশিবার (৪বার) যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত যুব দল। এদিকে সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App