×

সারাদেশ

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত চার, আহত ২৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১ এএম

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত চার, আহত ২৫

দুর্ঘটনায় কবলিত স্টার লাইনের বাস। ছবি: সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে নারীসহ চার জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান বলেন, বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি উল্টে চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ঝর্ণা বেগম (৩৫)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। নিহত বাকীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় কবলিত স্টার লাইনের পরিবহনের বাসটি হলো (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩)।  নিহতদের মরদেহ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App