×

খেলা

ব্যাটিং দাপটে পাকিস্তান, চাপে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৮ পিএম

ব্যাটিং দাপটে পাকিস্তান, চাপে টাইগাররা

ব্যাট করছেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান মাসুদ। ছবি: সংগৃহীত।

চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ইনিংসের প্রথম দিনে সফরকারি বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩৩ রান। জবাবে পাকিস্তান খেলতে নেমে শুরুতেই আবু জায়েদ রাহির বলে আউট হয়ে সাজ ঘরে ফিরে যান আবিদ আলি। দলিয় এক রানের মাথায় শূন্য রান করেই ফিরে যান তিনি। এরপর মাসুদ ও আজহার আলি তাল মিলিয়ে মনোযোগ দেন স্কোর বাড়াতে। কিন্তু দলিয় ৯৩ রানের মাথায় রাহির বলে দ্বিতীয় শিকার হন আজহার আলি। দুই উইকেট হারিয়ে যেন পাকিস্তানের ব্যাটিং দাপট বেড়েছে বহুগুণে। বাংলাদেশের বোলাররা যেন দাঁড়াতেই পাড়ছেনা পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে। তাইতো দুর্দান্তভাবে হাত খুলে খেলে চলেছে মাসুদ ও বাবর আজম। শেষ খবর পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৫ রান। অপরাজিত ৮৬ রান করে মাসুদ ও ৫৩ রানে বাবর আজম ক্রিজে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App