×

জাতীয়

থানা থেকে সেবা নিয়ে মানুষ হাসিমুখে ফিরবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২১ পিএম

থানা থেকে সেবা নিয়ে মানুষ হাসিমুখে ফিরবে

ড. জাবেদ পাটোয়ারী/ ফাইল ছবি।

রাজধানীর প্রতিটি থানাকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির ৪৫ বছর পূর্তি উপলে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়। ডিএমপি সদস্যরা ঢাকা শহরকে নিরাপদ রাখতে ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, রাজধানীবাসীর আস্থা অর্জনই ঢাকা মহানগর পুলিশের ল্য। আমরা চেষ্টা করছি, জনতার পুলিশ হতে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালবাসার উপরে কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। শোভাযাত্রাটি ডিএমপি সদর দপ্তর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এসে শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App