×

সারাদেশ

মা-ছেলে দুজনেই জেলা সেরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৩ পিএম

মা-ছেলে দুজনেই জেলা সেরা!

গুরুদাসপুর (নাটোর). রচনা ও ছবি অঙ্কন প্রতিযোগীতায় জেলার সেরা হয়েছেন মা ও ছেলে।

আর মাত্র ৩৮দিন পর উদযাপন হবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষ্যে জেলাব্যাপি মহান বিজয় দিবস ২০১৯ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে নাটোর জেলা পর্যায়ে উম্মুক্ত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় সেরা হবার গৌরব অর্জন করেন মা-ছেলে। পুরস্কার প্রাপ্ত মা মিতা রানী দাস (৩০) গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। আর ছেলে তারাভ্র দাম (৭) স্থানীয় ড. জাফরুল ইন্টারন্যাশল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুজন একইসাথে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে তারাভদ্রে উম্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগে জেলা সেরা হয় এবং মা মিতা রানী দাস রচনা প্রতিযোগিতায় ঘ-বিভাগ (সর্বসাধারণ) তৃতীয় স্থান অর্জন করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা প্রশাসন ও নাটোর সরকারী গ্রন্থগারের আয়োজনে সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয় গ্রন্থাগার অধিদপ্তর দিবস উপলক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিজয়ীদেও হাতে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রভাষক মিতা রানী দাস বলেন, পুরস্কার পেতে সবারই ভালো লাগে। সন্তানের সঙ্গে একত্রে পুরস্কার পাওয়ার অনুভূতি সত্যিই অন্য রকম। এ রকম দিন জীবনে বারবার আসে না। এদিনটি আমাদের পরিবারের জন্য একটি স্মরণীয় দিন। সাত ক্যাটাগরিতে সেরা ওই পুরস্কার দেয়া হয়। প্রথম ক্যাটাগড়ি রচনা প্রতিযোগিতা ক-বিভাগ ৫ম থেকে ৮ম শ্রেণি। খ বিভাগ ৯ম থেকে দ্বাদশ ,গ বিভাগে স্নাতক থেকে স্নাতকোত্তর এবং ঘ সর্বসাধারণ একই ভাবে শিশু শেণি থেকে পর্যায় ক্রমে চিত্রাংকন প্রতিযোযিতা হয়। প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। পুরস্কার প্রদান উপলক্ষে নাটোর সরকারী গ্রন্থাগার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশরাফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App