×

খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ এএম

পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসানের। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে ২০২০ সালের টেস্ট অভিযান শুরু করছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান বেশ ভয়াবহ। কারণ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দলটির বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। ৯টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে একটি মাত্র টেস্টে। বাকি আটটির মধ্যে চারটিতেই হেরেছে ইনিংস ব্যবধানে। যা হোক, নতুন বছরে রাওয়াপিন্ডির ম্যাচ দিয়ে টেস্টে নতুন সূচনার প্রত্যাশা করছেন অধিনায়ক মুমিনুল হক। গতকাল রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচের ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে আশার বাণী শুনিয়েছেন টাইগারদের টেস্ট দলপতি।

এর আগে ২০০৯ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ভাঙাচোরা দলকে হারিয়ে ছিল বাংলাদেশ। এরপর এখন পর্যন্ত বিদেশের মাটিতে একবারই টেস্ট জয়ের রেকর্ড আছে টাইগারদের। সেটা ২০১৭ সালের মার্চে, শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে। কাকতালীয়ভাবে সেটা ছিল বাংলাদেশের শততম টেস্ট। ঐতিহাসিক সেই জয়ের ঘটনা বাদ দিলে দেশের বাইরে আর কোনো টেস্ট জেতা সম্ভব হয়নি। এক কথায় বলা যায়, বিদেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশ দলের জন্য সোনার হরিণ হয়ে আছে।

এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর গত বছর ভারতের বিপক্ষে খেলা দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ২০১৯ সালে হার পাঁচ ম্যাচের পাঁচটিতেই। এর মধ্যে দেশের বাইরে খেলা চার টেস্টেই রয়েছে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জা। তাই সাদা পোশাকে টাইগারদের পারফরমেন্স বেশ হতাশাজনক। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ব্যর্থতা আর হতাশার বৃত্ত ভাঙতে চায় মুমিনুল হকের দল। এ বিষয় গতকাল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলতে চাই। আমাদেরও সামর্থ্য আছে ভালো খেলার, বিদেশের মাটিতে টেস্ট জেতার। এ সত্য প্রমাণ দেয়ার এখনই সময়। তাই অতীতের না পারার ব্যর্থতা ঝেড়ে মুছে এবার রাওয়ালপিন্ডি থেকেই নতুন ইতিহাস রচনার দৃঢ় সংকল্প আমাদের। এখানে আমরা নিজেদের খেলার উন্নতি ঘটাতে চাই। আশা করি, ভালো ক্রিকেট উপহার দিতে পারব। এখন নিজেদের উন্নতির দিকে মনোযোগ আমাদের। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখনো জয়ের মুখ দেখেনি।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। তাই রাওয়ালপিন্ডির উইকেট ও কন্ডিশন সম্পর্কে মুমিনুল বলেন, যে দেশে যাবেন, সে দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে- এটাই স্বাভাবিক। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কন্ডিশন খুব ভালোই মনে হচ্ছে। একটু ঠান্ডা আছে, তবে সেটা সমস্যা নয়।

টাইগার অধিনায়ক আরো বলেন, আমরা এই ম্যাচ নিয়ে আশাবাদী। টেস্ট চ্যাম্পিয়শিপে সব দলের জন্য প্রত্যেকটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জন্যও যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও একই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App