নানা উদ্ভাবনী আয়োজনে জমে উঠেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সফটওয়্যার প্রদর্শনী বেসিস সফট এক্সপো ২০২০। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছুটির দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় পড়ে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণে।
এ সময় প্রযুক্তির নতুন নতুন পণ্য ঘিরে বিশেষ করে তরুণদের আগ্রহ ছিল লক্ষ্যনীয়। গবেষণায় জানা যায়, বর্তমান সমাজের অধিকাংশ তরুণরা প্রযুক্তি নির্ভর। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এই এক্সপো উদ্ভোধন করেন। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।