×

খেলা

ব্যর্থতা-হতাশার বৃত্ত ভাঙতে চান মুমিনুলরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৭ পিএম

ব্যর্থতা-হতাশার বৃত্ত ভাঙতে চান মুমিনুলরা

টেস্টে খেলার জন্য প্রস্তুত অধিনায়ক মুমিনুল ও আজাহার আলী। ছবি: ইন্টারনেট।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল (শুক্রবার) প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলা শুরু হবে। এদিন দুই দলের মধ্যে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ।

গত বছর ভারতের বিপক্ষে খেলা দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ২০১৯ সালে হার পাঁচ ম্যাচের পাঁচটিতেই। এর মধ্যে দেশের বাইরে খেলা চার টেস্টেই রয়েছে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জা। তাই সাদা পোশাকে টাইগারদের পারফরমেন্স বেশ হতাশাজনক।

যাই হোক, নতুন বছরে রাওয়াপিন্ডির ম্যাচ দিয়ে টেস্টে নতুন সূচনার প্রত্যাশা করছেন অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাওয়াপিন্ডির টেস্ট ম্যাচের ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে আশার বাণী শুনিয়েছেন টাইগার দলপতি।

মুমিনুল হক বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলতে চাই। বিদেশের মাটিতে আমাদের পারফরমেন্স মোটেও ভালো নয়। এখানে আমরা নিজেদের খেলার উন্নতি ঘটাতে চাই। আশা করি, ভালো ক্রিকেট উপহার দিতে পারবো। এখন নিজেদের উন্নতির দিকে মনোযোগ আমাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখনও জয়ের মুখ দেখেনি।

কাল মাঠে নামার আগে আজ নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। তাই রাওয়ালপিন্ডির উইকেট ও কন্ডিশন সম্পর্কে মুমিনুল বলেন, যে দেশে যাবেন, সে দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে- এটাই স্বাভাবিক। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কন্ডিশন খুব ভালোই মনে হচ্ছে। একটু ঠান্ডা আছে, তবে সেটা সমস্যা নয়।

টাইগার অধিনায়ক আরও বলেন, আমরা এই ম্যাচ নিয়ে আশাবাদী। টেস্ট চ্যাম্পিয়শিপে সব দলের জন্য প্রত্যেকটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জন্যও যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App