×

সাহিত্য

ছুটির দিন শুক্রবারে জমবে মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০ পিএম

ছুটির দিন শুক্রবারে জমবে মেলা

মেলায় প্রিয় বই খুঁজে দেখছেন বইপ্রেমীরা। ছবি: ভোরের কাগজ।

অমর একুশে গ্রন্থমেলার প্রথম শুক্রবার আগামীকাল। আর ছুটির এ দিনে বইমেলা ফিরে পাবে তার চিরচেনা রূপ। হাজার হাজার পাঠকের আনাগোনায় ভরে উঠবে মেলার দুই প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি। হবে বইয়ের বিকিকিনি। এমনটাই আশা করছেন প্রকাশক আর লেখকরা। দিনটির জন্য মুখিয়ে আছেন তারা। বৃহস্পহিতবার (৬ ফেব্রুয়ারি) মেলার পঞ্চমদিনে দুই প্রাঙ্গণ ঘুরেই দেখা গেছে বিকেলে কিছুটা ফাঁকা ফাঁকা। তবে সন্ধ্যা নামতেই চারদিকে মুখরতা। প্রচুর পাঠক, বইপ্রেমী আর লেখক, সাহিত্যিকরা ভিড় জমান সন্ধ্যার পর। বইয়ের বিক্রিও কিন্তু কম নয়। বিভিন্ন স্টল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, সত্যিকার অর্থে বলতে গেলে মেলা এখনও শুরু হয়নি। বিগত দিনগুলোর অভিজ্ঞতায় বলে শুক্রবার মেলা জমবে এবং পাঠকের সমাগম হবে। ফরিদ আহমেদ আরো জানান, মেলা মূলত জমে উঠবে দশ ফেব্রুয়ারির পর থেকে। এমনটা জানালেন মেলায় আগত কয়েকজন দর্শনার্থীও। তারা বললেন, আসলে ঘুরতে এসেছি। কী কী বই নতুন এসেছে সেটা সম্পর্কে জানতেই এসেছি মেলায়। তবে কেনাকাটা এখনও করা হয়নি। এদিকে, মেলার মোড়ক উন্মোচন মঞ্চে দেখা গেছে বেশ মুখরতা। তাম্রলিপি থেকে প্রকাশ হয়েছে ফারাহ জাবীনের বই ‘অভিশপ্ত বাড়ির সেই ব্যাকইয়ার্ডটা। বিকেল ৪টায় গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App