×

রাজধানী

চসিসির তফসিল ১৬ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪১ পিএম

চসিসির তফসিল ১৬ ফেব্রুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারী বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। এই নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ৬০তম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

মো. আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ১৮ জানয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App