×

আন্তর্জাতিক

করোনাভাইরাসে একদিনে ৭০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ এএম

করোনাভাইরাসে একদিনে ৭০ জনের মৃত্যু
চীনে করোনাভাইরাসে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) ৭০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটি ও বিশ্বের বিভিন্ন দেশে এই প্রাণঘাতি ভাইরাসে মৃতের সংখ্যা দাড়ালো ৫৬৩ জনে। চীনে নতুন করে ২ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছে। গতকাল মৃতদের মধ্যে সবাই হুবেই প্রদেশের বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এনিয়ে চীনসহ সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৭ হাজার ৬০২ জনে। গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস সনাক্ত করা হয়। খুব অল্প সময়ে ভাইরাসটি দেশটিতে মহামারির আকার ধারণ করে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। বিশ্বের অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানিগুলো চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App