×

জাতীয়

রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১০ পিএম

রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন
রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার(৫ ফেব্রুয়ারি) সকালে রোমের ভায়া দেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করেন তিনি। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবনটি ঘুরিয়ে দেখান। ওই সময় কর্মকর্তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সেখানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App