×

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ জাতিসংঘ

Icon

nakib

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪১ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ জাতিসংঘ

ফাইল ছবি

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায়ের বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় প্রয়োজনিয় ব্যবস্থা নেয়ার কথা বলো হলেও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয় জাতিসংঘ। মিয়ানমারের মিত্র চীন ও আসিয়ানভুক্ত দেশ ভিয়েতনাম আপত্তি জানালে যৌথ বিবৃতির চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় আলজাজিরা। অন্যদিকে যদিও ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো এক যৌথ বিবৃতিতে মিয়ানমারকে জাতিসংঘের সর্বোচ্চ আন্তর্জাতিক আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে আহ্বান জানিয়ে রায় বাস্তবায়ন করতে মিয়ানমার বাধ্য বলেও স্বরণ করিয়ে দেয়। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইস্তনিয়া ও পোল্যান্ড মানবাধিকার লংঘনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানায়। এসময় রাখাইনে সংঘাতের আসল কারণ ও কাচিন ও শেন রাজ্যে সংঘাতের রহস্য উন্মোচন করতে মিয়ানমার বাধ্য বলে মন্তব্য করে ইউরোপিয় ইউনিয়ন। এরআগে ২০১৭ সালে এক সেনা অভিযানে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর গণহত্যা চালায়। তখন প্রাণ বাঁচাতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। হাজারো রোহিঙ্গাদেরকে হত্যা করা হয় বলে জানায় জাতিসংঘের একটি তদন্ত দল। উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বিকার করে আসছে। ফলে রোহিঙ্গারা রাষ্ট্রহীন হয়ে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশটিতে অবস্থান করছিল। এ অবস্থায় রোগিঙ্গহাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে দেশটিতে পিরিয়ে নিতে আহ্বান জানায় ইউরোপিয় ইউনিয়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App