×

জাতীয়

হামলাকারীদের গ্রেপ্তার করতে সাংবাদিক নেতাদের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৮ পিএম

সাংবাদিকদের উপর হামলাকারীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক নেতারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে নেতারা বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ খিলগাঁওয়ে পুলিশের উপর হামলার ঘটনায় নির্বাচিত এক কাউন্সিলরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

এতে বোঝা যায় পুলিশের আন্তরিকতার অভাবে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার হচ্ছে না। আগামী শনিবারের মধ্যে যদি আওয়ামী লীগ নামধারী অতি উৎসাহী ওই হামলাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত কাওসার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান লাবু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী, ‌ সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান খান, দীপু সরোয়ার, মাহাবুবুল আলম লাভলু। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App