×

জাতীয়

বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল কবির আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ পিএম

বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল কবির আর নেই
গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির আর নেই। বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন থেকে বয়সজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এনামুল কবির আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের বড় বোনের স্বামী। মৃত্যুকালে সহধর্মিনী কোহিনুর বেগম, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা হাসপাতালে ভিড় করেন। আগামী শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগা মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বড়বাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এনামুল কবির বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৩ সালে গোপালগঞ্জ জেলার বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App