×

জাতীয়

পুলিশ মারলে কারাগার, সাংবাদিক মারলে কেন নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:০২ পিএম

পুলিশ মারলে কারাগার, সাংবাদিক মারলে কেন নয়

পুলিশের গায়ে হাত তোলার অপরাধে একজন নির্বাচিত কমিশনারকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের মারার অপরাধে কাউকে গ্রেপ্তার করা হয়নি। একটা সভ্য দেশে এটা হতে পারে না।’ নির্বাচন পরিবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল এ কথা বলেন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় গুলশান ইমানুয়েলস হলে এ সংবাদ সম্মেলন আয়োজ করা হয়। তাবিথ বলেন, নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থক হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন। আমরা দেখেছি, পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার অপরাধে এখন পযন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ মারলে গ্রেপ্তার আর সাংবাদিক মারলে কেউ গ্রেপ্তার হবে না, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। সংবাদ সম্মেলনে ভোটের দিনকার নানা ধরণের অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানীর অভিযোগের পক্ষে সংগৃহিত তত্ত্ব-উপাত্ত্ব তুলে ধরছেন তাবিথ আউয়াল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে সব কিছু তুলে ধরছেন তিনি।

সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত আছেন। সংবাদ সম্মেলন পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App