×

জাতীয়

পারফরমেন্সের ব্যর্থতা থেকেই ফখরুল উল্টাপাল্টা বলছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৩ পিএম

পারফরমেন্সের ব্যর্থতা থেকেই ফখরুল উল্টাপাল্টা বলছেন
বিএনপির মহাসচিব হিসেবে পারপরমেন্সের ব্যর্থতা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল কোনো সাফল্য দেখাতে পারেননি। বিএনপি নেতৃত্ব সংকটে আছে। এরপরেও তারা যে ভোট পেয়েছে পার্সেন্টেজ হিসেবে অনেক ভাল করেছে। বুধবার(৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালাচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সিটি নির্বাচনে কারচুপি বা জালিয়াতির কোনো প্রমাণ পর্যবেক্ষকরাও দিতে পারেনি। ইভিএম করাই হয়েছে কারচুপি বা জালিয়াতি নির্বাচন বন্ধ করতে। ইভিএমে ফলাফল পাল্টানোরও কোনো সুযোগ নেই। এরপরেও ইভিএম বিএনপির কেন পছন্দ হয় না, সেটা আমি জানি না। নির্বাচনের পূর্বে বলেছিলেন প্রতি কেন্দ্রে বিএনপি ৫০০ লোক রাখার চেষ্টা করছে, অথচ ভোটের দিন তাদের কাউকে দেখা গেল না- বিষয়টি নিয়ে এখন কি বলবেন, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমি তো সেটাই অবাক! তাদের যথেষ্ট লোক এসেছিল। বিএনপির মেয়র প্রার্থীদের সঙ্গে বড় বড় মিছিল হয়েছে। নির্বাচনের দিন তাদের সেই লোকগুলো গেল কোথায়? এটা ভাবনার বিষয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেরে গেলে কি কেউ হার মানে? বিএনপিও হার মানছে না। ফলাফল প্রত্যাখান করে হরতাল ডেকে বিএনপি জনমতের প্রতিফলন দেখতে চেয়েছিল। কিন্তু ঢাকায় কেউ কি হরতাল দেখেছেন? তার মানে হচ্ছে জনগন তাদের ফলাফল প্রত্যাখানকে প্রত্যাখান করেছে। তাছাড়া বিএনপির যে নেতারা হরতাল ডেকেছে, তাদের একজনকেও মাঠে দেখা যায়নি। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট আবার মাঠে নামার ঘোষণা দিয়েছে, এর ভবিষ্যৎ আপনি কি দেখছেন- জবাবে কাদের বলেন, আমি বলবো সিটি নির্বাচন যেটুকুই হয়েছে, এতে জনমতের যে প্রতিফলন তাতে আমার মনে হয় সামনের দিনগুলো বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে থাকলে তারা আরো হতাশায় ভুগতে থাকবে। তারা যত ডাকই দিক, তাদের সব আহ্বান জনগন প্রত্যাখান করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App