×

আন্তর্জাতিক

জাহাজে ভাসছে করোনা আক্রান্তরা

Icon

nakib

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫১ পিএম

জাহাজে ভাসছে করোনা আক্রান্তরা

ছবি- ইন্টারনেট থেকে নেয়া

জাহাজে ভাসছে করোনা আক্রান্তরা
জাপানের উকোহামা বন্দরে নোঙ্গর করা একটি প্রমোদতরী জাহাজে ১০ জন করোনা আক্রান্ত যাত্রী সনাক্ত করা হয়েছে। ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামক এ জাহাজে ৩ হাজার ৭০০ যাত্রীর মধ্যে ৩০০ জনকে পরিক্ষা করে তাদেরকে সনাক্ত করা হয়েছে। ৮০ বছর বয়স্ক একজন হংকংয়ের নাগরিক অসুস্থ্য হওয়ার পর করোনা সনাক্ত করার এ কার্যক্রম শুরু করা হয়। তবে সবাইকে পরিক্ষা করা হলে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। অন্যদিকে হংকংয়ে নোঙ্গর করা আরেকটি প্রমোদতরীর প্রায় ১ হাজার ৮০০ যাত্রীকে পরিক্ষা করা হচ্ছে। চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে দেশটি। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপি স্বাস্থ্য সতর্কতা ও জরুরী অবস্থা জারি করেছে। করোনা সনাক্ত হওয়ায় অন্যান্য যাত্রীদের থেকে তাদেরকে আলদা করে রাখা হয়েছে। ১৪ দিন পর্যন্ত সবাইকে আলাদা করে রাখা হবে বলে জানানো হয়েছে। আক্রান্তদের মাধ্যে ২ জন জাপানি নাগরিক রয়েছেন বলে জানায় দেশটির এনএইচকে টেলিভিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App