×

জাতীয়

চীন থেকে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৩ পিএম

চীন থেকে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে যুবক
রাজধানীর সায়েদাবাদে সদ্য চীন ফেরত বাংলাদেশী এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। ওই যুবকের নাম হৃদয় খান (২৫)। তার বাড়ি লক্ষিপুর সদর উপজেলায়। বুধবার(৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ বলাকা বাস টার্মিনালে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে উদ্ধারকারী সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক এএসআই সুজন মিয়া বিশয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোন এএসআই সুজন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে তাদেরকে খবর দেওয়া হয় বলাকা বাস টার্মিনালে এক যুবক অচেতন হয়ে পড়ে আছে। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এসময় তার সঙ্গে একটি পাসপোর্ট পাওয়া। মোবাইল ফোনের মাধ্যমে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে সে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমর্জেন্সি মেডিকেল অফিসার জানান, হৃদয়কে অচেতন অবস্থায় সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে স্টোমাক ওয়াশ করানো হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। পরবর্তিতে তাকে সেখানে চিকিৎসকরা দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেন। মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা হৃদয়ের দূর সম্পর্কের নানা মোঃ আবু সিদ্দিক জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার নাম মনির হোসেনের ছেলে হৃদয়। অবিবাহিত হৃদয় গত ৮/৯মাস আগে চীনে যায়। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো সে। এর আগেও সে ৪বছর সেখানে ছিলো। গতরাতে সে বাংলাদেশে এসেছে বলে জানতে পেরেছি। বিমানবন্দরে নামার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তার। সকালেই পুলিশের মাধ্যমে তার খবর জানতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App