×

জাতীয়

১৪ বিদ্রোহী প্রার্থী জয়ী, নমনীয় আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৬ এএম

১৪ বিদ্রোহী প্রার্থী জয়ী, নমনীয় আওয়ামী লীগ
ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগের ১৪ জন বিদ্রোহী প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঢাকা উত্তরে ৯ ও দক্ষিণে ৫ জন। তাদের কেউ কেউ ক্ষমতাসীন দলটির মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্বে আছেন। শনিবার অনুষ্ঠিত দুই সিটির নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা। তাদের কাছে হেরেছেন দল মনোনীত প্রার্থীরা। তবে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে নির্বাচনের আগে কিছুটা হার্ডলাইন মনোভাব দেখালেও বিজয়ী হওয়ার পর তাদের প্রতি স্বাগতই জানিয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচন করেছেন বিজয়ী-পরাজিত কারো বিষয়েই এখন পর্যন্ত দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। তবে দলটির সিনিয়র নেতাদের কেউ কেউ বলছেন, বিদ্রোহীদের মধ্যে যারা বিজয়ী হয়ে এসেছেন তারাও দলের। সুতরাং দলে তাদের বিষয়ে হার্ড কোনো পদক্ষেপ নেয়া হবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪২টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, ২টিতে বিএনপি, একটিতে জাতীয় পার্টি আর ৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এসব বিজয়ী প্রার্থীরা হলেন ওয়ার্ড নং-৩ জহিরুল ইসলাম মানিক, ওয়ার্ড-৬ তাইজুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড-১৩ ইসমাইল মোল্লা, ওয়ার্ড-১৪ হুমায়ুন রশীদ জনি, ওয়ার্ড-২৯ সলিম উল্লাহ সলু, ওয়ার্ড-৪১ আব্দুল মতিন, ওয়ার্ড-৪২ আইয়ুব আনসার মিন্টু, ওয়ার্ড-৪৬ জাহিদুল ইসলাম মোল্লা এবং ওয়ার্ড-৪৯ আনিসুর রহমান নাঈম। তাদের মধ্যে আনিসুর রহমান নাঈম বর্তমানে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমান ওয়ার্ড কাউন্সিলরও। আর ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৬টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা ৭টি, স্বতন্ত্র ৭টি ও আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন ৫টি ওয়ার্ডে। আর দুইটি ওয়ার্ডে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন প্রার্থী বিজয়ী হয়েছেন। ঢাকা দক্ষিণের যে ৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন, তারা হলেন ওয়ার্ড নং-১২ মামুন রশীদ শুভ্র, ওয়ার্ড-২৮ কামাল উদ্দিন, ওয়ার্ড-৩০ ইরফান সেলিম, ওয়ার্ড-৪৫ সামসুজ্জোহা ও ওয়ার্ড-৫২ রুহুল আমিন। তাদের মধ্যে মামুন রশীদ শুভ্রকে প্রথমে দল থেকে মনোনয়ন সমর্থন দেয়া হলেও পরে তা বাতিল করা হয়। সেখানে বর্তমান কাউন্সিলর ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু শুভ্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে। আর রুহুল আমিন কদমতলী থানা আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন। এ ছাড়া ঢাকা উত্তরের ৩৫টি ও দক্ষিণের প্রায় ৪০টি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের অনেকেই হেরে গেলেও মাত্র ১৪ জন বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছে অনেকেই। কিন্তু দল তাদের বিষয়ে কি অবস্থান নেবেন, এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, বিদ্রোহীদের বিষয়ে দলে কোনো আলোচনা হয়নি। আর সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, আমরা ওয়ার্ড কাউন্সিলর পদে দল থেকে সমর্থন দিয়েছি, কিন্তু কোনো প্রতীক দেইনি। সমর্থিত এবং বিদ্রোহী মিলে যারা নির্বাচন করেছেন তাদের সবার টার্গেট ছিল মেয়র পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করা। তারা সবাই কাউন্সিলর পদে নিজ নিজ প্রতীকে নির্বাচন করলেও নৌকার জন্য সবাই কাজ করেছেন। দুই সিটিতে আমাদের মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সুতরাং বিদ্রোহীদের বিষয়ে ওইরকম কোনো আগ্রাসী মনোভাব দল থেকে নেয়ার সম্ভাবনা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App