×

জাতীয়

দোহারে প্রকৌশলীকে মারধরকারীদের শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০০ পিএম

দোহারে প্রকৌশলীকে মারধরকারীদের শাস্তি দাবি

আইইবি।

ঢাকা জেলার দোহার উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহকে মারধরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। পাশাপাশি এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইইবি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নে তাদের মেধাশ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন। তবে তারা কর্মক্ষেত্রে আজ নিরাপদ নয়। ভালোভাবে দায়িত্ব পালনে বাধা দেয়া হয়। অনেক ক্ষেত্রে লাঞ্ছিত ও মারধরের শিকার পর্যন্ত হতে হয়। বিবৃতিতে আরো বলেন, দোহার উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ তার দায়িত্ব পালন করতে গেলে আমিনুল ইসলাম নামে এক অসাধু ঠিকাদার ও তার সঙ্গীরা মারধর করে। এই ঘটনায় জড়িত আমিনুল ইসলাম গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মামলার চব্বিশ ঘণ্টা পার হলেও আসামি ধরতে না পরায় আইইবি উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনায় মাঠ পর্যায়ের অন্যান্য প্রকৌশলীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আন্দোলনে রূপ নিতে পারে। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারিদোহার উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ তাঁর দায়িত্ব পালনকালে আমিনুল ইসলাম নামে এক অসাধু ঠিকাদার তার দলবল নিয়ে প্রকৌশলী কবির উদ্দিন শাহকে মারধর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App