×

শিক্ষা

গেস্টরুম দখল নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০ এএম

গেস্টরুম দখল নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের গেস্টরুম করাতে কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিজয় একাত্তর হলের গণরুমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারীদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে। জানা যায়, লেখক ভট্টাচার্যের পক্ষের নেতা-কর্মীরা সাধারণত রাত সাড়ে আটটায় ‘গেস্টরুম’ করালেও সোমবার সেই সময় পরিবর্তন করে সাড়ে দশটায় ‘গেস্টরুম’ করায়। সাধারণত ওই সময়টিতে বিজয় একাত্তর হলে আল নাহিয়ান খানের পক্ষের নেতা-কর্মীরা ‘গেস্টরুম’ করিয়ে থাকেন। পরে জয়ের গ্রুপের অনুসারীরা গেস্টরুম নিতে গেলে তাদের ৫ মিনিট ৫ মিনিট করতে করতে তাদের ১ ঘন্টা মত অপেক্ষা করায়। এতে জয়ের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে গেস্টরুমে ঢুকে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন লেখকের অনুসারীরা রড ও স্ট্যাম্প নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিলে দুই গ্রুপের উত্তেজিত অবস্থান দেখে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হল সংসদের জিএস নাজমুল হাসান ও সাহিত্য সম্পাদক মো. ফাহিম হাসানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজয় একাত্তর হল সংসদের জিএস নাজমুল হাসান বলেন, গেস্টরুম করানো নিয়ে নয়, বরং টিভি দেখাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে প্রত্যক্ষদর্শী, ঘটনায় অংশগ্রহণ করা কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, গেস্টরুম দখল নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত। এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেন নি। ঘটনার বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. আব্দুল বাছির ভোরের কাগজকে বলেন, কাল তেমন কোন ঘটনা ঘটে নি। আমার কাছে হল সংসদের নেতৃবৃন্দ এসেছিল। তারা আমাকে বলেছে, একটি বিষয় নিয়ে হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে চা খাইয়ে তাদের মধ্যে সমঝোতা করে দিয়েছে হল সংসদ। হল থেকে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানান তিনি। হলের মধ্যে স্ট্যাম্প ও রড নিয়ে উত্তেজিত হয়ে অবস্থান নেয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে। সেই স্ট্যাম্প তাদের কাছে ছিল। উত্তেজিত হলে তারা এটা নিতেই পারে। এটা তেমন বিশেষ কিছু না। কেউ তো কাউকে আঘাত করে নি। আমার কাছে কেউ কোন অভিযোগও করে নি। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নবীন শিক্ষার্থীদের আচার আচরণ শেখানোর একটি কর্মসূচির অংশ হিসেবে নেয়া হয় ‘গেস্টরুম’। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য। সাধারণত রাতে বিভিন্ন সময়ে পালা করে গেস্টরুম নেন হল ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের অনুসারীরা। এজন্য সাধারণত হলের টিভি কক্ষ, অতিথি কক্ষ কিংবা গণরুম ব্যবহার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App