×

সারাদেশ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৬.৬ ডিগ্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২ পিএম

শ্রীমঙ্গলে দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৬.৬ ডিগ্রী
দেশের অনান্য জায়গায় শীত কমতে শুরু করলেও প্রকৃতির যথা নিয়মে জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির প্রথম সাপ্তাহে শ্রীমঙ্গলের তাপমাত্রা নিচে নেমে আসে। এই ধারাবাহিকতার চলমান মৌসুমেও এর ব্যত্যয় ঘটেনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার তাপমাত্রা নেমে এসেছে ৬.৬ ডিগ্রী। যা দেশের সর্বনিম্ন বলে জানান, শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক আনিসুর রহমান। অপর আবহাওয়া পর্যবেক্ষক মাসুম আহমেদ জানান, প্রকৃতির নিয়মে প্রতিবছর সবচেয়ে আগে দেশের শীত শুরু হয় শ্রীমঙ্গলে এবং শেষও হয় বিলম্বে। তার মতে, যার শুরু নভেম্বর মাসে এবং এর ব্যাপ্তি থাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই ধারাবাহিকতায় এবছরও এই সময়ে শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে। তিনি জানান, আজ সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৬.৬ ডিগ্রী রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলের চা গবেষনা কেন্দ্র এলাকায়। এদিকে এই সর্বনিন্ম তাপমাত্রার সাথে রয়েছে ঠান্ডা বাতাস। তাই প্রকর রোদ থাকলে মানুষের মধ্যে শীত অনুভুত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App