×

অর্থনীতি

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইএর মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২২ পিএম

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইএর মামলা

ফাইল ছবি

ওজনে কম দেয়ায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় এসব মামলা দায়ের করা হয়েছে। বিএসটিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। সংস্থার সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অভিযানে অংশ নেন।

এতে বলা হয়, অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে রামপুরা এলাকার মেসার্স এসেনশিয়াল স্টিল হাউজ ১০০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না নেওয়ায় ও পণ্য পরিমাপে প্রতি ১০০০ কেজিতে ৬ কেজি কম দেয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও একই অভিযানে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স গ্রিন ট্রেডার্স ১০০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলে প্রতি ২০ কেজিতে ৫০০ গ্রাম এবং মেসার্স এম.আর.এম ট্রেডার্স ২২০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলে প্রতি ১০০ কেজিতে ৫০০ গ্রাম কম দেয়ায় ও প্রতিষ্ঠান দুইটির ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App