×

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষেও অনিশ্চিত মুশফিক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪ এএম

জিম্বাবুয়ের বিপক্ষেও অনিশ্চিত মুশফিক!

মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের আসন্ন বাংলাদেশ সফরে টাইগার স্কোয়াডে মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে আফ্রিকার ক্রিকেট খেলুড়ে দেশটি। যেখানে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর এক বক্তব্যের পরই প্রশ্ন উঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিম খেলবেন কিনা। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘পাকিস্তার সফরে ঘোষিত ১৪ সদস্যের টেস্ট দলে তেমন কোনো পরিবর্তন আনা হবে না। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলও এটি।’

এমনটি হলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেখা যাবে না পারিবারিক কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া মুশফিকুর রহিমকে। সেক্ষেত্রে মুশফিক জিম্বাবুয়ের পুরো সিরিজেই বাদ পড়ছেন কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘মুশফিক তো ইনজুরিতে। তাকে ঘরোয়া ক্রিকেটে প্রমাণ দিয়ে জাতীয় দলে ফিরতে হবে।’

প্রধান নির্বাচকের এমন বক্তব্যে যারপর নাই বিস্মিত ক্রীড়া বিশ্লেষকসহ দেশের ক্রিকেটপ্রেমীরা। কেননা, বিগত ১৫ বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন মুশফিক। তিনি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক। প্রধান নির্বাচকের কথানুযায়ী তাকে জিম্বাবুয়ের বিপক্ষে যুক্ত হতে হলে প্রমাণ দিয়ে আসতে হবে! অনেকের পাল্টা প্রশ্ন ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল যখন জাতীয় দল থেকে ছুটি নিয়ে আবারো মাঠে ফেরেন, তারা কী তখন প্রমাণ দেন। উত্তর হচ্ছে অবশ্যই নয়। তবে কেন মুশফিকুর রহিমের বেলায় এ নিয়ম মানতে হবে এমন জিজ্ঞাসা এখন অতি স্বাভাবিক।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দল ২ ফেব্রুয়ারি ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। কিন্তু ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পাকিস্তান সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘যেহেতু পর পর ৩টি টেস্ট, এই কারণে আমরা ৩ ম্যাচের জন্য ১৪ জনের দল দেব। এছাড়া মুশফিকের ইনজুরি, হ্যামস্ট্রিং ইনজুরিতে বিসিএল খেলা হচ্ছে না তার। সে যদি সুস্থ হতে পারে এবং বিসিএলের দ্বিতীয় রাউন্ড খেলতে পারে তাহলে তাকে আমরা দলে নেব। ফিটনেস টেস্ট পাস করে তাকে টেস্ট দলে থাকতে হবে।’

টেস্ট দলের দল নির্বাচনের ক্ষেত্রে চলমান বিসিএলের প্রথম রাউন্ডের পারফরমেন্সও মূল্যায়ন করা হবে বলে জানান প্রধান নির্বাচক। এ পসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিসিএলের পারফরমেন্সও বিবেচনা করা হবে। তবে অভিজ্ঞতাকে অবশ্যই মাথায় রাখব। শেষ সিরিজে যারা দলে ছিল তাদেরও সুযোগ দেব।’

বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে রওনা হবে ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচটি খেলে দেশে ফিরবে মুমিনুলরা। ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নেবে বাংলাদেশ। এরপর চট্টগ্রামে ৩টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ মার্চ। সফরের শেষ অংশে ঢাকায় ৯ ও ১১ মার্চ ২ ম্যাচ টি-টোয়েন্টি খেলবে হ্যামিল্টন মাসাকাদজার সতীর্থরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App